আপনি জানেন কি, গুগল এডসেন্স ব্যাবহার করে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ডলার আয় করতে পারবেন। এটি অবিশ্বাষ্য হলেও সত্যি। এটি শুরু করতে আপনার কি করতে হবে?
১. আপনার একটি ওয়েব সাইট/পোর্টল থাকতে হবে
২. ডোমেইন নেইম এবং হোষ্টিং।
৩. একটি গুগল এডসেন্স একাউন্ট যা সম্পূর্ণ ফ্রি (গুগল এডসেন্স একা্উন্টের জন্য এখানে ক্লিক করুন।) গুগল আপনাকে কেন পয়সা দিবে? আপনার পোর্টাল/ওয়েব সাইটে গুগল নিয়মিত বিজ্ঞাপন দিবে এবং তার বিনিময়ে গুগল আপনাকে পয়সা দিবে। আপনার পোর্টল/ওয়েব সাইটে যত বেশী মানুষ ভিজিট করবে তত বেশী আপনার আয় হবে।
Tuesday, August 12, 2008
Wednesday, August 6, 2008
Freelance বা work outsourcing
(বেনাম হোসেন)
Freelance বা work outsourcing এর ব্যপারটা জেনে রাখা ভাল। ওয়াইম্যক্সের সুবিধা চালু হলে বাংলাদেশীরা হয়তো কিছু সুবিধা নিতে পারবে।অনেক scam থাকলেও ওনেক ভাল সাইটও আছে যেখনে আপনি কাজ নিতে পারেন। কিন্তু আপনাকে ব্যপারটা বুঝতে হবে first. অনেক ধরনের কাজ পেতে পারেন যার মাঝে data entry, web design, logo design, php coding, flash, photoshop এর কাজ গুলো বাংলাদেশে বসে সহজে করা যায় এবং অনেকেই করছেন।আমাদের আছে চীপ but talented লেবার জেটা কাজে লাগানো সম্ভব। নিচের লিংকটা তে কিছু reliable freelancer site আছে পরখ করে দেখতে পারেনhttp://www.solidbangla.com/freelancer.htmকি করতে হবে: ১>প্রথমে রেজিষ্টার করতে হবে। দেশে বসে সম্ভব কিন্তু ইউরোপ বা আমেরিকাতে বসে কেউ যদি রেজিষ্টার করে আপনি ওটা ব্যবহার করতে পারবেন। তবে নিজের নামে থাকলে ভালো হবে পেমেন্ট পেতে তাই দেশে বসে চেষ্টা করুন। অনেকেই করছেন।২>ইন্টারনেট speed টা ভাল দরকার কারন আপনাকে bid দিয়ে compete কে কাজ ধরতে হবে। ইন্টারনেট speed কাজ ডেলিভারি ও আফেক্ট করে। ৩> C.V টা ভাল করে তৈরি করুন এবং সাথে একটি portfolio আপলোড করুন। একবার কাজ পেলে পরে সমস্যা হবে না৪> paypal এ একাউন্ট থাকলে প্লাস পয়েন্ট নতুবা যার আছে reliable হলে তারটা ইউজ করতে পারেন।৫> নিজে কাজ জানাটা important নতুবা কোয়লিটি সম্পন্ন কাজ যারা জানে তাদের সাথে লিংক করুন।৬>চ্যাটিং করে সময় নস্ট না করে ইন্টারনেট communication এ নিজের skill ডেভেলপ করুন যেমন কিভাবে CJ, BUY.AT, ADSENSE, ADBRITE কাজ করে।৭> যারা কাজ জানে তাদের সাথে যোগাযোগ করুন। আমাকেও ইমেইল করতে পারেন৮> সফল হতে হলে লেগে থাকতে হবে কিন্তু scam হতে সাবধানওয়াইম্যাক্স আসলে সুবিধা পওয়ার জন্য এসব বেপার আগে জেনে রাখলে you will have the upper hand if you are interested to drive your career in this field.আপনাদেরকে কিছু অনুপ্রেরনা দেওয়ার জন্য আমার এই লেখা। আশা করি উপকার হবে।
Freelance বা work outsourcing এর ব্যপারটা জেনে রাখা ভাল। ওয়াইম্যক্সের সুবিধা চালু হলে বাংলাদেশীরা হয়তো কিছু সুবিধা নিতে পারবে।অনেক scam থাকলেও ওনেক ভাল সাইটও আছে যেখনে আপনি কাজ নিতে পারেন। কিন্তু আপনাকে ব্যপারটা বুঝতে হবে first. অনেক ধরনের কাজ পেতে পারেন যার মাঝে data entry, web design, logo design, php coding, flash, photoshop এর কাজ গুলো বাংলাদেশে বসে সহজে করা যায় এবং অনেকেই করছেন।আমাদের আছে চীপ but talented লেবার জেটা কাজে লাগানো সম্ভব। নিচের লিংকটা তে কিছু reliable freelancer site আছে পরখ করে দেখতে পারেনhttp://www.solidbangla.com/freelancer.htmকি করতে হবে: ১>প্রথমে রেজিষ্টার করতে হবে। দেশে বসে সম্ভব কিন্তু ইউরোপ বা আমেরিকাতে বসে কেউ যদি রেজিষ্টার করে আপনি ওটা ব্যবহার করতে পারবেন। তবে নিজের নামে থাকলে ভালো হবে পেমেন্ট পেতে তাই দেশে বসে চেষ্টা করুন। অনেকেই করছেন।২>ইন্টারনেট speed টা ভাল দরকার কারন আপনাকে bid দিয়ে compete কে কাজ ধরতে হবে। ইন্টারনেট speed কাজ ডেলিভারি ও আফেক্ট করে। ৩> C.V টা ভাল করে তৈরি করুন এবং সাথে একটি portfolio আপলোড করুন। একবার কাজ পেলে পরে সমস্যা হবে না৪> paypal এ একাউন্ট থাকলে প্লাস পয়েন্ট নতুবা যার আছে reliable হলে তারটা ইউজ করতে পারেন।৫> নিজে কাজ জানাটা important নতুবা কোয়লিটি সম্পন্ন কাজ যারা জানে তাদের সাথে লিংক করুন।৬>চ্যাটিং করে সময় নস্ট না করে ইন্টারনেট communication এ নিজের skill ডেভেলপ করুন যেমন কিভাবে CJ, BUY.AT, ADSENSE, ADBRITE কাজ করে।৭> যারা কাজ জানে তাদের সাথে যোগাযোগ করুন। আমাকেও ইমেইল করতে পারেন৮> সফল হতে হলে লেগে থাকতে হবে কিন্তু scam হতে সাবধানওয়াইম্যাক্স আসলে সুবিধা পওয়ার জন্য এসব বেপার আগে জেনে রাখলে you will have the upper hand if you are interested to drive your career in this field.আপনাদেরকে কিছু অনুপ্রেরনা দেওয়ার জন্য আমার এই লেখা। আশা করি উপকার হবে।
Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন
Google AdSense থেকে উপার্জনের কিছু থিউরিটিক্যাল ও প্রাকটিক্যাল আলোচনা শুরু করতে যাচ্ছি। তার আগে আলোচনার একটি শ্রেণীবিভাগ করে নেই। আমরা মূলত পাঁচটি ভাগে আলোচনাটা করবো যাতে নির্দিষ্ট কোন টপিকে আলাদা আলাদা প্রশ্ন করা যায়। ১) AdSense সম্পর্কিত কিছু প্রাথমিক ধারণা২) AdSense এর বিজ্ঞাপন দেয়ার জন্য ক্ষেত্র তৈরি (সাইট বা ব্লগ)৩) AdSense এর জন্য আবেদন করার প্রক্রিয়া ও কিছু প্রাসঙ্গিক বিষয়৪) এডস প্রতিস্থাপন ও আনুষাঙ্গিক বিষয়াদি৫) গুগল থেকে টাকা নিজের পকেটে আনার প্রক্রিয়াএই সবগুলো ধাপের সাথেই থাকছে কিছু টিপস এন্ড ট্রিকস এবং করণীয় ও বর্জনীয়। সেই সাথে প্রশ্ন ও উত্তর পর্বে যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করা হবে।তাহলে শুরু করা যাক-AdSense সম্পর্কিত কিছু প্রাথমিক ধারণাAdSense মূলত একটি বিজ্ঞাপনী সংস্থা যারা আপনার আমার জন্য বিভিন্ন কোম্পানী/ওয়েব থেকে বিজ্ঞাপন এনে দেয় এবং আপনার রেভিন্যু প্রাপ্তি নিশ্চিত করে। গুগলের আরেকটি সার্ভিস রয়েছে যেখানে যেকেউ তার কোম্পানী বা ওয়েবের বিজ্ঞাপন দিতে পারে। সেখান থেকে প্রাপ্ত বিজ্ঞাপনগুলো AdSense এর কোডের মাধ্যমে মাধ্যমে আপনার সাইটে রেন্ডমলি দেখানোর ব্যবস্থা করা হয়। সাধারনত প্রতিটি এডস প্রদর্শন, ক্লিক, ফ্রি সাইনআপ, বিক্রিয়, সেবাগ্রহন ইত্যাদির বিনিময়ে কোম্পানীগুলো গুগলকে টাকা দিয়ে থাকে। এই কাজটা যখন আপনার ওয়েব বা ব্লগের মাধ্যমে হয়ে থাকে তখন আপনাকে সেই টাকার একটা অংশ আপনাকে দেয় গুগল। পুরো প্রক্রিয়াটা খুবই সুক্ষ ও স্মার্টলি সম্পন্ন হয়.. সুতরাং নিশ্চিন্তে গুগলের উপরে ভরসা করতে পারেন।AdSense এর বিজ্ঞাপন দেয়ার জন্য ক্ষেত্র তৈরি (সাইট বা ব্লগ)গুগল এডসেন্স মূলত আপনাকে একটি বিজ্ঞাপন কোড দিবে আপনাকে ওয়েবের কোথাও রাখতে হবে যাতে লোকজন সেটি দেখতে পায়। সেজন্য আপনি আপনার ব্যক্তিগত সাইট বা ফ্রি ব্লগ সার্ভিসের সাহায্য নিতে পারেন। ব্যক্তিগত সাইটের জন্য:একটি ডোমেইন ও কিছু স্পেস কিনে আপনি শুরু করে দিতে পারেন আপনার ব্যক্তিগত সাইটের কার্যক্রম। একাজটির জন্য আপনার কিছু অর্থ খরচ হয়ে যাবে। তবে বিনামূল্যেও কাজটি করা যায়। এবিষয়ে কেউ আগ্রহী হলে পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করা যাবে।ফ্রি ব্লগ সাইটের জন্য:পৃথিবীতে অনেকগুলো ফ্রি ব্লগ সার্ভিস পাবেন যেখানে আপনি গুগলের এডস রাখতে পারবেন। এরভেতরে সবচেয়ে জনপ্রিয় একটি সার্ভিস হচ্ছে ব্লস্পট (blogspot)। আজকে আমরা ব্লগ স্পটে কিভাবে ব্লগ করতে হয় তা নিয়ে ধাপে ধাপে আলোচনা করবো।১) ব্লগ স্পটে ফ্রি ব্লগ করার জন্য আপনাকে প্রথমে একটি গুগল একাউন্টের মালিক হতে হবে। সেজন্য চলে যান http://gmail.com এ বা ক্লিক করুন এখানে ।২) সাইনআপ কম্প্লিট হলে ওপেন করুন blogspot.com ( http://www.blogspot.com )। উপরে দেয়া ছবিটির মত একটি পেজ আসবে যেখানে আপনি আপনাকে গুগল আইডিটি দিয়ে লগইন করতে হবে।৩) ঠিক ঠাক মত লগইন করতে পারলে Sign up for Blogger পেজ আসবে এবং আপনাকে Display name দিতে বলবে। ডিসপ্লে নামটি মূলত ব্লগে আপনার নিক হবে। এটি যেকোন সময় পরিবর্তন করা যায়। সুতরাং যেকোন একটি দিয়ে ফেলতে পারেন। নাম দেয়া হলে Terms of Service পড়ে যদি মানতে রাজী হন তাহলে Acceptance of Terms এর চেকবক্সে ক্লিক করে Continue করুন। (বেশীর ভাগ মানুষই Terms of Service পড়তে বিরক্তবোধ করেন। কিন্তু একটি সাইটের কোন সার্ভিস গ্রহন করার আগে এটি পড়ে নেয়া জরুরী)।৪) এবার ব্লগস্পট আপনাকে Dashboard পেজে নিয়ে যাবে যেখান থেকে আপনি Create your blog now এ ক্লিক করে ব্লগ তৈরি করতে পারবেন। তাহলে ক্লিক করুন Create your blog now লিংকে।৫) ব্লগস্পট আপনাকে এবার Name your blog পেজে নিয়ে আসবে যেখানে আপনি আপনার Blog title ও Blog address (URL) ঠিক করবেন। একটি বিষয় মাথায় রাখুন যে গুগল বা ইয়াহুর মত ব্লগস্পটেও বেশীর ভাগ নাম দখল হয়ে গিয়েছে। সুতরাং Blog address (URL) এ কোন নাম দেয়ার পর Check Availability এ ক্লিক করে দেখে নিন।৬) ব্লগস্পট এবার আপনাকে Choose a template পেজে নিয়ে যাবে যেখান থেকে আপনার রুচিমত একটি টেমপ্লেট নির্বাচন করে Continue করতে পারেন। Template যেকোন সময়ই পরিবর্তন করা যায়। সুতরাং এটি নিয়ে খুব বেশী না ভেবে আপাতত একটি নিয়ে ফেলুন।৭) সবঠিক ঠাক মত সম্পন্ন হলে Your blog has been created! ম্যাসেজ পাবেন আরেকটি পেজে। Start posting এ ক্লিক করে ব্লগিং শুরু করে দিতে পারেন।
১) AdSense পেজ খুলে ডান দিকে উপরে Sign up now >> বাটনে ক্লিক করুন। সাইনআপ ফর্ম চলে আসবে...২) ফর্মের Website Information সেকশনে Website URL: এ আপনার ব্লগ বা সাইটের ওয়েব লিংক বসান। উদাহরণ:Website URL: http://blog.something.comযে সাইটের লিংকটি দিয়ে আবেদন করবেন, সেটি ইংরেজীতে হওয়া বাঞ্ঝনীয়। তবে ইদানিং এডসেন্সের রুলস অনেক শিথিল করা হয়েছে.. গুগল বাংলা সমর্থন না করলেও বাংলা সাইটের জন্যও আবেদন গ্রহন করা হচ্ছে শুনতে পেয়েছি। তবুও আবেদনের গ্রহনযোগ্যতা বাড়ানোর জন্য ব্লগস্পটের ব্লগটিতে ইংরেজীতে কিছু পোস্ট লিখে রাখতে পারেন।৩) Website language: ইংরেজী নির্বাচন করুন এবং নিচের দুটো চেকবক্সে টিক দিয়ে দিন। চেক বক্সদুটোতে লেখা থাকবে-[ ] I will not place ads on sites that include incentives to click on ads.[ ] I will not place ads on sites that include pornographic content.৪) Contact Information এ Account type: এ Individual নির্বাচন করুন। বিজনেস নির্বাচন করলে তেমন কোন পরিবর্তন হবে না শুধু মাত্র চেকটি আপনার প্রতিষ্ঠানের নামে ইস্যু হওয়া ছাড়া। আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।৫) Country or territory: তে যে দেশ নির্বাচন করবেন, নিচে সেই দেশের উপযোগী এড্রেস ফিল্ড পাবেন। বাংলাদেশ থেকে টাকা পেতে চাইলে নির্বাচন করুন Bangladesh.৬) Payee name (full name): এ আপনার সঠিক নামটি লিখুন যে নামে ব্যাংক একাউন্ট করা সম্ভব বা যেটি আপনার সার্টিফিকেটে রয়েছে। কারন এ নামেই চক ইস্যু হবে এবং এই নাম পরবর্তিতে পরিবর্তন করা যায় না। এবিষয়টি একটু সতর্কতার সাথে পুরন করুন। কারন এখানে ভুল করার কারনে অনেক লোক চেক ভাঙাতে পারেন না।৭) আপনার সঠিক এড্রেসটি দিয়ে I agree that I can receive checks made out to the payee name I have listed above চেক বক্সে চেক করুন। লক্ষ করুন, আপনার সঠিক টেলিফোন/মোবাইল নাম্বারটিও দিতে হবে।৮) Policies-এর তিনটি চেক বক্সেই চেক করতে হবে। তার আগে AdSense Program Policies টা অবশ্যই পড়ে নিবেন। এখুনি পড়তে না চাইলে বুকমার্ক করে রাখুন। নতুনদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ন।৯) সবকিছু আরেকবার পরীক্ষা করে সাবমিট করুন... একটি কনফার্মেশন পেজ চলে আসবে যেখানে আপনার পুরন করা তথ্যগুলো দেখাবে। ১০) এবার Which best describes you? প্রথম অপশনটি নির্বাচন করুন। (ধরে নেয়া হলো আপনার একটি জিমেইল আইডি রয়েছে.. কারন আগের পর্বে আপনি ব্লগস্পটে ব্লগ তৈরি করেছিলেন।)১১) Would you like to use your existing Google Account for AdSense? এ ও প্রথম অপশনটি নির্বাচন করুন। (I'd like to use my existing Google account for AdSense.)..এবার গুগলের লগইন করার বক্স আসবে... আপনার গুগল আইডি (জিমেইলে যেটি ব্যবহার করেন) ও পাসওয়ার্ড দিন)Continue করুন... সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে দুই/তিনদিন অপেক্ষা করতে হবে। একাউন্ট গ্রহন করা হলে আপনাকে মেইল করে জানিয়ে দিবে।
বিজ্ঞাপন কোড তৈরি করা: এডসেন্সের মাধ্যমে ওয়েব এডস আপনার সাইটে দেখতে চাইলে আপনাকে প্রথমে গুগল এডসেন্স থেকে বিজ্ঞাপনের জন্য কোড তৈরি করে নিতে হবে। নিচের ধাপগুলো ফলো করুন-১) http://adsense.com ওপেন করে যে মেইল আইডিটি দিয়ে সাইনআপ করেছিলেন সেটি দিয়ে লগইন করুন।২) ঠিক ভাবে লগইন করতে পারলে আপনি আপনার একাউন্টস কন্ট্রোল প্যানেলে চলে আসবেন যেখানে আপনার উপার্জন করা টাকার হিসেব, AdSense Setup এবং আরো বিবিধ অপশন রয়েছে। AdSense Setup এ ক্লিক করুন। ৩) AdSense Setup পেজে তিন ধরনের সেটাপ করতে পারবেন। AdSense for Content, AdSense for Search এবং Referrals। AdSense for Content এ ক্লিক করুন।
৪) AdSense for Content পেজে আপনি দুই ধরনের এডস বানাতে পারবেন। Ad unit এবং Link unit। প্রাথমিক ভাবে আমরা Ad unit নিয়ে কাজ শুরু করবো। সুতরাং Ad unit এ ক্লিক করে কন্টিনিউ করুন। (ড্রপ ডাউন লিস্টে টেক্সট এন্ড ইমেজ এডস সিলেক্ট করা থাকবে বাই ডিফল্ট। আপাতত পরিবর্তন করার দরকার নেই।)৫) Choose Ad Format and Colors এ Format, Colors ও Corner Styles ঠিক করে নিতে পারবেন। এগুলোর বিষয়ে একটু বিস্তারিত বলি-ক) Format: এডস ফরম্যাট হলো আপনার বিজ্ঞাপনের আকার আকৃতি। গুগলে অনেক ফরম্যাটে বিজ্ঞাপন ব্লক তৈরি করা যায়। সবগুলোর একটা প্রিভিউ দেখতে চাইলে ক্লিক করুন- https://www.google.com/adsense/adformatsখ) Colors: আপনার বিজ্ঞাপনের টেক্সট কালার, বর্ডার কালার, ব্যাকগ্রাউন্ড কালার ইত্যাদি নির্বাচন করতে পারবেন এখানে। আপনার সাইটে সাথে ম্যাচ করে তৈরি করে ফেলুন বিজ্ঞাপনের কালার... অত:পর Palettes হিসেবে সেভ করে রাখুন ভবিষ্যতে সরাসরি ব্যবহারের সুবিধার্থে। গ) Corner Styles: এটি তেমন গুরুর্তপূর্ন কিছু নয়.. তবে বিজ্ঞিপনের সৌনর্য বর্ধনে কাজে দেয়। এটি দিয়ে বিজ্ঞাপন ব্লক কি চারকোনা হবে না ওভাল হবে, তা নির্বাচন করতে পারবেন।সুতরাং আপনার পছন্দমত বিজ্ঞাপন ব্লক তৈরি করে ফেলুন এবার। অত:পর কন্টিনিউ করুন।৬) Choose Ad Channels এ আপনি আপনার বিজ্ঞাপনের জন্য চ্যানেল তৈরি করতে পারবেন। সাধারনত যদি আপনার একাধিক সাইট থাকে, তাহলে প্রতিটি সাইটের জন্য আলাদা চ্যানেল তৈরি করে নিতে পারেন। এতে করে কোন সাইট থেকে কত ইনকাম হচ্ছে তা জানতে পারবেন। এছাড়াও এর আরো কিছু ব্যবহার রয়েছে। সেগুলো নিয়ে পরে কখনো আলোচনা করবো। Add new channel এ ক্লিক করে চ্যানল যুক্ত করে নিন।
৭) Save and Get Ad Code এ আপনার এড ব্লকের নাম নির্ধারন করুন। এই নামে পরবর্তিতে এই এডস ব্লকটা ম্যানেজ সেকশানে পাবেন। সুতরাং এমন কোন নাম দিন যেটা দেখলে আপনার মনে পড়ে যাবে ঐ এডসটি কোথায় ব্যবহার করা হয়েছে। অত:পর সাবমিট এন্ড গেট কোড বাটনে ক্লিক করুন।৮) সবকিছু ঠিকঠাক মত করতে পারলে আপনি আপনার বিজ্ঞাপন কোড পেয়ে যাবেন। কোডটুকু কপি করে আপনার সাইটে লাগানোর দশ মিনিট পর হতেই গুগলের বিজ্ঞাপন আসতে শুরু করবে। এখানে একটি বিষয় সবসময় খেয়াল রাখবেন। গুগলের এই কোডে কোনরকম পরিবর্তন করলে গুগল টার্মস এন্ড সার্ভিস ব্রেক করা হবে যা আপনার একাউন্ট বাতিলের কারন হতে পারে।বিজ্ঞাপন কোড সাইট/ব্লগে লাগানো:আশা করি সবাই এডস কোড বানাতে পেরেছেন। এবার চলুন কোডটি কিভাবে আপনার ব্লগস্পটে সেটাপ করতে হবে শিখে ফেলি-১) http://www.blogspot.com ওপেন করে আপনার ব্লগে লগইন করুন।২) Dashboard হতে ব্লগ Layout -এ চলে যান। (Layout নামে একটা লিংক পাবেন আপনার ব্লগ নেমের সামনে।)
৩) পেজ লেআউটে Add a Page Element নামে লিংক পাবেন.. ওখানে ক্লিক করলে একটি পপআপ উইন্ডোতে পেজ এলিমেন্ট গুলো দেখতে পাবেন। ওখানে HTML/JavaScript নামে একটি অপশন পাবেন। এডড টু ব্লগ বাটনে ক্লিক করুন।৪) HTML/JavaScript বসানোর জন্য একটি টেক্সটবক্স চলে আসবে। গুগর এডসেন্স থেকে পাওয়া কোডটুকু এখানে পেস্ট করুন। তারপর Save Changes বাটনে ক্লিক করুন। (Title কিছু দিতে হবে না।)৫) পেজ লেআউটে গিয়ে দেখতে পাবেন HTML/JavaScript নামে একটি ব্লক যুক্ত হয়েছে। মাউস দিয়ে ড্রাগ করে সেটিকে যেকোন যায়গায় বসাতে পারেন। এরকম আরো দু'টো ব্লক যুক্ত করে সেভ করে ১০ মিনিট পর আপনার ব্লগ ভিজিট করুন। আশা করি বিজ্ঞাপন দেখতে পাবেন।
১) AdSense পেজ খুলে ডান দিকে উপরে Sign up now >> বাটনে ক্লিক করুন। সাইনআপ ফর্ম চলে আসবে...২) ফর্মের Website Information সেকশনে Website URL: এ আপনার ব্লগ বা সাইটের ওয়েব লিংক বসান। উদাহরণ:Website URL: http://blog.something.comযে সাইটের লিংকটি দিয়ে আবেদন করবেন, সেটি ইংরেজীতে হওয়া বাঞ্ঝনীয়। তবে ইদানিং এডসেন্সের রুলস অনেক শিথিল করা হয়েছে.. গুগল বাংলা সমর্থন না করলেও বাংলা সাইটের জন্যও আবেদন গ্রহন করা হচ্ছে শুনতে পেয়েছি। তবুও আবেদনের গ্রহনযোগ্যতা বাড়ানোর জন্য ব্লগস্পটের ব্লগটিতে ইংরেজীতে কিছু পোস্ট লিখে রাখতে পারেন।৩) Website language: ইংরেজী নির্বাচন করুন এবং নিচের দুটো চেকবক্সে টিক দিয়ে দিন। চেক বক্সদুটোতে লেখা থাকবে-[ ] I will not place ads on sites that include incentives to click on ads.[ ] I will not place ads on sites that include pornographic content.৪) Contact Information এ Account type: এ Individual নির্বাচন করুন। বিজনেস নির্বাচন করলে তেমন কোন পরিবর্তন হবে না শুধু মাত্র চেকটি আপনার প্রতিষ্ঠানের নামে ইস্যু হওয়া ছাড়া। আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।৫) Country or territory: তে যে দেশ নির্বাচন করবেন, নিচে সেই দেশের উপযোগী এড্রেস ফিল্ড পাবেন। বাংলাদেশ থেকে টাকা পেতে চাইলে নির্বাচন করুন Bangladesh.৬) Payee name (full name): এ আপনার সঠিক নামটি লিখুন যে নামে ব্যাংক একাউন্ট করা সম্ভব বা যেটি আপনার সার্টিফিকেটে রয়েছে। কারন এ নামেই চক ইস্যু হবে এবং এই নাম পরবর্তিতে পরিবর্তন করা যায় না। এবিষয়টি একটু সতর্কতার সাথে পুরন করুন। কারন এখানে ভুল করার কারনে অনেক লোক চেক ভাঙাতে পারেন না।৭) আপনার সঠিক এড্রেসটি দিয়ে I agree that I can receive checks made out to the payee name I have listed above চেক বক্সে চেক করুন। লক্ষ করুন, আপনার সঠিক টেলিফোন/মোবাইল নাম্বারটিও দিতে হবে।৮) Policies-এর তিনটি চেক বক্সেই চেক করতে হবে। তার আগে AdSense Program Policies টা অবশ্যই পড়ে নিবেন। এখুনি পড়তে না চাইলে বুকমার্ক করে রাখুন। নতুনদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ন।৯) সবকিছু আরেকবার পরীক্ষা করে সাবমিট করুন... একটি কনফার্মেশন পেজ চলে আসবে যেখানে আপনার পুরন করা তথ্যগুলো দেখাবে। ১০) এবার Which best describes you? প্রথম অপশনটি নির্বাচন করুন। (ধরে নেয়া হলো আপনার একটি জিমেইল আইডি রয়েছে.. কারন আগের পর্বে আপনি ব্লগস্পটে ব্লগ তৈরি করেছিলেন।)১১) Would you like to use your existing Google Account for AdSense? এ ও প্রথম অপশনটি নির্বাচন করুন। (I'd like to use my existing Google account for AdSense.)..এবার গুগলের লগইন করার বক্স আসবে... আপনার গুগল আইডি (জিমেইলে যেটি ব্যবহার করেন) ও পাসওয়ার্ড দিন)Continue করুন... সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে দুই/তিনদিন অপেক্ষা করতে হবে। একাউন্ট গ্রহন করা হলে আপনাকে মেইল করে জানিয়ে দিবে।
বিজ্ঞাপন কোড তৈরি করা: এডসেন্সের মাধ্যমে ওয়েব এডস আপনার সাইটে দেখতে চাইলে আপনাকে প্রথমে গুগল এডসেন্স থেকে বিজ্ঞাপনের জন্য কোড তৈরি করে নিতে হবে। নিচের ধাপগুলো ফলো করুন-১) http://adsense.com ওপেন করে যে মেইল আইডিটি দিয়ে সাইনআপ করেছিলেন সেটি দিয়ে লগইন করুন।২) ঠিক ভাবে লগইন করতে পারলে আপনি আপনার একাউন্টস কন্ট্রোল প্যানেলে চলে আসবেন যেখানে আপনার উপার্জন করা টাকার হিসেব, AdSense Setup এবং আরো বিবিধ অপশন রয়েছে। AdSense Setup এ ক্লিক করুন। ৩) AdSense Setup পেজে তিন ধরনের সেটাপ করতে পারবেন। AdSense for Content, AdSense for Search এবং Referrals। AdSense for Content এ ক্লিক করুন।
৪) AdSense for Content পেজে আপনি দুই ধরনের এডস বানাতে পারবেন। Ad unit এবং Link unit। প্রাথমিক ভাবে আমরা Ad unit নিয়ে কাজ শুরু করবো। সুতরাং Ad unit এ ক্লিক করে কন্টিনিউ করুন। (ড্রপ ডাউন লিস্টে টেক্সট এন্ড ইমেজ এডস সিলেক্ট করা থাকবে বাই ডিফল্ট। আপাতত পরিবর্তন করার দরকার নেই।)৫) Choose Ad Format and Colors এ Format, Colors ও Corner Styles ঠিক করে নিতে পারবেন। এগুলোর বিষয়ে একটু বিস্তারিত বলি-ক) Format: এডস ফরম্যাট হলো আপনার বিজ্ঞাপনের আকার আকৃতি। গুগলে অনেক ফরম্যাটে বিজ্ঞাপন ব্লক তৈরি করা যায়। সবগুলোর একটা প্রিভিউ দেখতে চাইলে ক্লিক করুন- https://www.google.com/adsense/adformatsখ) Colors: আপনার বিজ্ঞাপনের টেক্সট কালার, বর্ডার কালার, ব্যাকগ্রাউন্ড কালার ইত্যাদি নির্বাচন করতে পারবেন এখানে। আপনার সাইটে সাথে ম্যাচ করে তৈরি করে ফেলুন বিজ্ঞাপনের কালার... অত:পর Palettes হিসেবে সেভ করে রাখুন ভবিষ্যতে সরাসরি ব্যবহারের সুবিধার্থে। গ) Corner Styles: এটি তেমন গুরুর্তপূর্ন কিছু নয়.. তবে বিজ্ঞিপনের সৌনর্য বর্ধনে কাজে দেয়। এটি দিয়ে বিজ্ঞাপন ব্লক কি চারকোনা হবে না ওভাল হবে, তা নির্বাচন করতে পারবেন।সুতরাং আপনার পছন্দমত বিজ্ঞাপন ব্লক তৈরি করে ফেলুন এবার। অত:পর কন্টিনিউ করুন।৬) Choose Ad Channels এ আপনি আপনার বিজ্ঞাপনের জন্য চ্যানেল তৈরি করতে পারবেন। সাধারনত যদি আপনার একাধিক সাইট থাকে, তাহলে প্রতিটি সাইটের জন্য আলাদা চ্যানেল তৈরি করে নিতে পারেন। এতে করে কোন সাইট থেকে কত ইনকাম হচ্ছে তা জানতে পারবেন। এছাড়াও এর আরো কিছু ব্যবহার রয়েছে। সেগুলো নিয়ে পরে কখনো আলোচনা করবো। Add new channel এ ক্লিক করে চ্যানল যুক্ত করে নিন।
৭) Save and Get Ad Code এ আপনার এড ব্লকের নাম নির্ধারন করুন। এই নামে পরবর্তিতে এই এডস ব্লকটা ম্যানেজ সেকশানে পাবেন। সুতরাং এমন কোন নাম দিন যেটা দেখলে আপনার মনে পড়ে যাবে ঐ এডসটি কোথায় ব্যবহার করা হয়েছে। অত:পর সাবমিট এন্ড গেট কোড বাটনে ক্লিক করুন।৮) সবকিছু ঠিকঠাক মত করতে পারলে আপনি আপনার বিজ্ঞাপন কোড পেয়ে যাবেন। কোডটুকু কপি করে আপনার সাইটে লাগানোর দশ মিনিট পর হতেই গুগলের বিজ্ঞাপন আসতে শুরু করবে। এখানে একটি বিষয় সবসময় খেয়াল রাখবেন। গুগলের এই কোডে কোনরকম পরিবর্তন করলে গুগল টার্মস এন্ড সার্ভিস ব্রেক করা হবে যা আপনার একাউন্ট বাতিলের কারন হতে পারে।বিজ্ঞাপন কোড সাইট/ব্লগে লাগানো:আশা করি সবাই এডস কোড বানাতে পেরেছেন। এবার চলুন কোডটি কিভাবে আপনার ব্লগস্পটে সেটাপ করতে হবে শিখে ফেলি-১) http://www.blogspot.com ওপেন করে আপনার ব্লগে লগইন করুন।২) Dashboard হতে ব্লগ Layout -এ চলে যান। (Layout নামে একটা লিংক পাবেন আপনার ব্লগ নেমের সামনে।)
৩) পেজ লেআউটে Add a Page Element নামে লিংক পাবেন.. ওখানে ক্লিক করলে একটি পপআপ উইন্ডোতে পেজ এলিমেন্ট গুলো দেখতে পাবেন। ওখানে HTML/JavaScript নামে একটি অপশন পাবেন। এডড টু ব্লগ বাটনে ক্লিক করুন।৪) HTML/JavaScript বসানোর জন্য একটি টেক্সটবক্স চলে আসবে। গুগর এডসেন্স থেকে পাওয়া কোডটুকু এখানে পেস্ট করুন। তারপর Save Changes বাটনে ক্লিক করুন। (Title কিছু দিতে হবে না।)৫) পেজ লেআউটে গিয়ে দেখতে পাবেন HTML/JavaScript নামে একটি ব্লক যুক্ত হয়েছে। মাউস দিয়ে ড্রাগ করে সেটিকে যেকোন যায়গায় বসাতে পারেন। এরকম আরো দু'টো ব্লক যুক্ত করে সেভ করে ১০ মিনিট পর আপনার ব্লগ ভিজিট করুন। আশা করি বিজ্ঞাপন দেখতে পাবেন।
How to use Google Adsense for Ad Revenue sharing
Ad Revenue Sharing Qassia is not a knowledge base, but we rely on the same user contribution principle, since our bread and butter is the accumulation and amalgamation of intel. And sites that rely on user contributions are expected to compensate their contributors. While our primary way of rewarding content is with backlinks and exposure for users’ websites, we also share advertising revenues with our users. So how much do you get? Some knowledge bases split net advertising income 40/60 in their favor, after deducting operating expenses such as server costs. Others, trying to capitalize on user resentment against those first mentioned, split gross revenue 50/50, before deducting expenses. But at Qassia, you get no less than 100 percent of gross advertising revenue. That means you get ALL of it. Sound great? Or sound fishy? Don’t worry - at Qassia we don’t even get involved in the filthy business of touching money in the first place. The ad revenue goes straight from the advertising company to you. How does this work? It’s very simple. We run Google Adsense ads. When your user page or intel is displayed, the Google ad is run using your account number. That means you own the ad, and we don’t even know how many times it gets clicked on or how much it generates. You can check these stats yourself by logging into your Google Adsense account, with which we have nothing to do. The revenue from your ads at Qassia will be right there, alongside your other ad revenue (if you also run ads on your own sites). When the time comes to get paid, Google pay you directly. Simple, isn’t it? The best solutions always are. This elegant arrangement ensures that everyone, including Qassia, benefits, because we believe in the curious Eastern notion that by taking less, we will gain more. click here to signup
http://torreyranucci.qassia.com/
http://torreyranucci.qassia.com/
What Types of Articles will Help You Make Money with Affiliate Marketing?
Affiliate marketing is in booming stage, people are establishing new professional website to promote their favorite affiliate program so that they can earn affiliate commission. A professional and clean website is definitely good for promoting affiliate products, but without good and relevant content inside the website, it is very difficult to generate affiliate sales.Your articles in your website should be in certain qualities that would utilize online resources best, and, of course, turn visitors into affiliate sales. Here are the four types of articles your affiliate marketing site should have if you want to convert your visitors into affiliate commission.ReviewsPeople need supporting information when they are interested to buy a product. But they don't like to read sales pitch because they don't believe it.What they want is the real information about the product such as the pros and cons of the product, how it can help them and the opinion of people who have really used the product. So give them what they want. Provide honest and sincere information in the form of reviews. Tell them frankly the pros and cons; and the usefulness of the product. Place your affiliate links in the review to let your visitors check out the product.As you will be writing true reviews about your affiliate products, so you need to choose only quality affiliate products to promote on your website.BenefitsThe successful Internet marketers always tell people to highlight the benefits instead of features of the product when selling online. What they say is right. So, besides publishing review, you can also write articles focusing on the benefits of your affiliate product. When the prospects become interested to a product, they should have known the features of the product and probably want to know the benefits of the product. So, tell them the benefits they will gain if they buy. Also, there will be other competition in the market. The other similar products may be good, or even better, features than the one you’re marketing. But if you can provide your target buyers with more benefits than the competitors do, the more likely will they purchase from you.Product ComparisonIf you are selling quality affiliate product and confident that the product is better than many other competitors product, then you may do product comparisons. But make sure you do it in the fairest way possible. Don't highlight just all the drawbacks of the competition while highlighting your own product’s benefits. Tell the visitor the benefits of your competitors product, then compare in such a way that your product comes out on top.News BriefsKeep your affiliate marketing site updated with news briefs. You can include promos, developments, and previously unknown information about the product (such as “studies show that this product (benefits of the product)” or “Top Marketing groups regard this product as one of the most revolutionary products of the 21st century”). Keep your news briefs concise—don’t exaggerate it. If you are able to obtain new information about your product consistent, you may create a news highlight section on your affiliate marketing and post your updated news there.These are the types of articles you should often publish on your website. You don’t have to focus on only a single topic every time; your article may sometimes be in combination of two to three topics such as articles that talk about both the benefits and product comparison at the same time.Test what types of content are working well for your affiliate marketing program, or product then stick with the articles that work best and you can be on your way to earn a steady affiliate commission.
সোসাল নেটওয়ার্ক সাইট মাইলট এবং কিছু আয়।
ব্লগিং এ সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সোসাল নেটওয়ার্ক সাইট। এ ধরণের সাইট এ সচরাচর ইউজার বেশি হয়। কিন্তু এ ধরণের সাইট থেকে কোনো আয় করা যায় না। কিন্তু ব্যতিক্রম একটি সাইট হচ্ছে মাইলট। সেখানে আপনি পোস্টের জন্য, ছবি আপলোডের জন্য, মন্তব্যের জন্য, ব্লগিং এর জন্য কিছু টাকা আয় করতে পারেন। আরো একটি সুবিধা হচ্ছে, তারা শুধু পে-পল নয়, মানি বোকারসও সাপোর্ট করে...যেটা আমাদের জন্য খুব ভাল। যেহেতু আমাদের দেশে পে-পল সাপোর্ট করে না। আপনার আয় প্রতিদিন বাংলাদেশ সময় রাত ৮ টার দিকে আপডেট হবে। প্রতিদিন আপনি আপনার আয় দেখতে পারবেন। তবে আপনি এখান থেকে প্রচুর টাকা আয় করতে পারবেন না। আপনার আয় খুব কম হবে...কিন্তু তাও তো মন্দ নয়। এটা যে শুধু আয়ের মাধ্যম তা তো নয়, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আপনি। ইংরেজি লেখার হাতটিও মোটামুটি বাড়বে।নিচে লগ ইন করার ঠিকানা দেওয়া হল।
http://www.mylot.com/?ref=bdidol
http://www.mylot.com/?ref=bdidol
স্কৌরঃ ১৩ দিনে সম্ভব অনলাইনে ২৫ ডলার আয়
সার্চ..ভোট..কমেন্ট..ব্যাস! স্রেফ এই করেই অনলাইনে মাত্র ১৩ দিনে আয় করা সম্ভব ২৫ ইউ এস ডলার। সার্চ ইঞ্জিন স্কোর দেয় এই সুযোগ। এখানে আপনি প্রতিটা সার্চ এর জন্য পাবেন পয়েন্ট। সার্চ রেজাল্টে ভোট দিলে অথবা কমেন্ট করলে পাবেন পয়েন্ট। এছাড়াও আছে বোনাস এবং রেফারেল পয়েন্ট। মোট ৬৫০০ পয়েন্ট জমা করলে স্কোর দিবে ২৫ ডলারের একটা ভিসা গিফট কার্ড, যা যেকোন ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের মতই ব্যবহার করা যাবে। আর এই অফার সমগ্র পৃথিবীর সকল দেশের সবার জন্য উন্মুক্ত। প্রশ্ন হলো, কত দিনে সম্ভব এই ৬৫০০ পয়েন্ট জোগাড় করা?একক প্রচেষ্টায় সর্বনিম্ন ১৩ দিনে স্কোর থেকে ২৫ ডলারের এই ভিসা গিফট কার্ড অর্জন করা সম্ভব। স্কোরে একদিনে ব্যক্তিগতভাবে অর্জন করা সম্ভব সর্বোচ্চ ৫০০ পয়েন্ট। এর জন্য দরকার ১২৫ টা সার্চ। প্রতিবার সার্চ করার পর রেজাল্ট থেকে ২ টা সাইটকে মান অনুযায়ী ভোট দিন। আপনি পাবেন ৪ পয়েন্ট। আবার সার্চ...এভাবে প্রতিদিন ১২৫ টা করে সার্চ করলে ১৩ দিনে হয়ে যাবে আপনার ৬৫০০ পয়েন্ট। খুব বেশী কাজ? বেকারদেরতো সারাদিনই ফ্রি..না কি?মনে রাখার বিষয়ঃ# প্রতিটা সার্চ থেকে সর্বোচ্চ পাওয়া যাবে ৪ পয়েন্ট। কাজেই একবার সার্চ করার পর ২ টা ভোট দিয়ে আবার সার্চ..# এবাবে প্রতিদিন ১২৫ টা সার্চ করলে ১৩ দিনে কাম খালাস।# প্রতি মিনিটে একবারের বেশী সার্চ করলে স্কোর ধরতে পারবে যে আপনি চিটিং করছেন। সুতরাং ব্যান্। কাজেই সাবধান।# সাইন আপের সময় ইমেইলের এড্রেসবুক শেয়ার করলে পাবেন বোনাস ২০০ পয়েন্ট। এই সুযোগ সাইন-আপের পরে আর পাওয়া সম্ভব না।# সাইন-আপের সময় স্কোর টুলবার ডাউনলোড করলে বোনাস পয়েন্ট ১০০। এটাও পরে আর পাওয়া যায় না।
Link:
http://scour.com/invite/mdkhassan
Link:
http://scour.com/invite/mdkhassan
ডলার আয় করুন ঘরে বসেই
দেশে বসেই বিদেশী কাজ। আর বিদেশী কাজ মানেই ডলার । দেশে বসেই ডলার কামানোর অনেক সুযোগ রয়েছে। আমাদের পাশের দেশ ভারতে এর ব্যপক প্রচলন রয়েছে। কাজের ধরন:কাজের ধরনের শেষ নেই তবে এখানে ওয়েব বেজড কাজগুলির তালিকা দেবার চেষ্টা করবো যে গুলি আপনি একাই বা বড়জোর বন্ধুর সাহায্য নিয়ে করতে পারবেন। ১. ওয়েব ডিজাইন২. গ্রাফিকস ডিজাইন৩. লোগো ডিজাইন৪. অনলাইন ডিরেক্টরী৫. প্রোগ্রামিং৬. ডেটাবেজ ডিজাইন, ইত্যাদি।কোথায় পাবেন কাজ:এক কথায় ইন্টারনেটে। এসকল কাজের সন্ধানের জন্য আপনি কয়েকটি ফোরামে ঢু মারতে পারেন। আমার সন্ধানে থাকা ফোরাম গুলোর অধিকাংশ ওয়েব বেজড কাজের চাহিদা বেশি।http://forums.digitalpoint.comhttp://forums.digitalpoint.comhttp://talk.iwebtool.comhttp://forums.ukwebmasterworld.comhttp://www.directorynetwork.orghttp://forums.activewebtool.comএসকল ফোরামে আপনাকে সদস্য হতে হবে। সেখানে বিভিন্ন ক্যাটেগরী রয়েছে যেখানে সে সম্পর্কে আলোচনা ও কাজের সন্ধান পাওয়া যায়।লেনদেন:এসকল ফোরামের মোটামুটি সবার পেপ্যাল(http://www.paypal.com) একাউন্ট থাকে। কাজেই তারা যে কোন পেমেন্ট পেপ্যালের মাধ্যমেই করতে চায়। কাজেই আপনারও একটি পেপ্যাল একাউন্ট থাকতে হবে যেখানে আপনাকে তারা পেমেন্ট করবে। যেহেতু বাংলাদেশ থেকে পেপ্যাল একাউন্ট করা যায় না সেহেতু দেশের বাইরে থাকে এমন কারো সাহায্য নিতে হবে আপনাকে পেপ্যাল একাউন্টের জন্য। পেপ্যাল থেকে আপনি সহজেই টাকা দেশে আনতে পারবেন।সাবধানতা: খারাপ লোক পৃথিবীর সব জায়গাতেই আছে। কাজেই কাজ নেয়া করে দেয়া এবং পেমেন্ট ইত্যাদির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতেই হবে। কাজের মান অবশ্যই মানসম্পন্ন হতে হবে, না হলে পরে কাজের সুযোগ নষ্ট হবে।তাহলে আর দেরী কেন? কাজে নেমে পড়ুন। পৃথিবীকে দেখিয়ে দিন আপনার প্রতিভা। জানিয়ে দিন বিশ্বকে বাংলাদেশও আর পিছিয়ে নেই।
Subscribe to:
Comments (Atom)