Wednesday, August 6, 2008

সোসাল নেটওয়ার্ক সাইট মাইলট এবং কিছু আয়।

ব্লগিং এ সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সোসাল নেটওয়ার্ক সাইট। এ ধরণের সাইট এ সচরাচর ইউজার বেশি হয়। কিন্তু এ ধরণের সাইট থেকে কোনো আয় করা যায় না। কিন্তু ব্যতিক্রম একটি সাইট হচ্ছে মাইলট। সেখানে আপনি পোস্টের জন্য, ছবি আপলোডের জন্য, মন্তব্যের জন্য, ব্লগিং এর জন্য কিছু টাকা আয় করতে পারেন। আরো একটি সুবিধা হচ্ছে, তারা শুধু পে-পল নয়, মানি বোকারসও সাপোর্ট করে...যেটা আমাদের জন্য খুব ভাল। যেহেতু আমাদের দেশে পে-পল সাপোর্ট করে না। আপনার আয় প্রতিদিন বাংলাদেশ সময় রাত ৮ টার দিকে আপডেট হবে। প্রতিদিন আপনি আপনার আয় দেখতে পারবেন। তবে আপনি এখান থেকে প্রচুর টাকা আয় করতে পারবেন না। আপনার আয় খুব কম হবে...কিন্তু তাও তো মন্দ নয়। এটা যে শুধু আয়ের মাধ্যম তা তো নয়, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আপনি। ইংরেজি লেখার হাতটিও মোটামুটি বাড়বে।নিচে লগ ইন করার ঠিকানা দেওয়া হল।

http://www.mylot.com/?ref=bdidol

No comments: