Wednesday, August 6, 2008

ডলার আয় করুন ঘরে বসেই

দেশে বসেই বিদেশী কাজ। আর বিদেশী কাজ মানেই ডলার । দেশে বসেই ডলার কামানোর অনেক সুযোগ রয়েছে। আমাদের পাশের দেশ ভারতে এর ব্যপক প্রচলন রয়েছে। কাজের ধরন:কাজের ধরনের শেষ নেই তবে এখানে ওয়েব বেজড কাজগুলির তালিকা দেবার চেষ্টা করবো যে গুলি আপনি একাই বা বড়জোর বন্ধুর সাহায্য নিয়ে করতে পারবেন। ১. ওয়েব ডিজাইন২. গ্রাফিকস ডিজাইন৩. লোগো ডিজাইন৪. অনলাইন ডিরেক্টরী৫. প্রোগ্রামিং৬. ডেটাবেজ ডিজাইন, ইত্যাদি।কোথায় পাবেন কাজ:এক কথায় ইন্টারনেটে। এসকল কাজের সন্ধানের জন্য আপনি কয়েকটি ফোরামে ঢু মারতে পারেন। আমার সন্ধানে থাকা ফোরাম গুলোর অধিকাংশ ওয়েব বেজড কাজের চাহিদা বেশি।http://forums.digitalpoint.comhttp://forums.digitalpoint.comhttp://talk.iwebtool.comhttp://forums.ukwebmasterworld.comhttp://www.directorynetwork.orghttp://forums.activewebtool.comএসকল ফোরামে আপনাকে সদস্য হতে হবে। সেখানে বিভিন্ন ক্যাটেগরী রয়েছে যেখানে সে সম্পর্কে আলোচনা ও কাজের সন্ধান পাওয়া যায়।লেনদেন:এসকল ফোরামের মোটামুটি সবার পেপ‌্যাল(http://www.paypal.com) একাউন্ট থাকে। কাজেই তারা যে কোন পেমেন্ট পেপ‌্যালের মাধ্যমেই করতে চায়। কাজেই আপনারও একটি পেপ‌্যাল একাউন্ট থাকতে হবে যেখানে আপনাকে তারা পেমেন্ট করবে। যেহেতু বাংলাদেশ থেকে পেপ‌্যাল একাউন্ট করা যায় না সেহেতু দেশের বাইরে থাকে এমন কারো সাহায্য নিতে হবে আপনাকে পেপ‌্যাল একাউন্টের জন্য। পেপ‌্যাল থেকে আপনি সহজেই টাকা দেশে আনতে পারবেন।সাবধানতা: খারাপ লোক পৃথিবীর সব জায়গাতেই আছে। কাজেই কাজ নেয়া করে দেয়া এবং পেমেন্ট ইত্যাদির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতেই হবে। কাজের মান অবশ্যই মানসম্পন্ন হতে হবে, না হলে পরে কাজের সুযোগ নষ্ট হবে।তাহলে আর দেরী কেন? কাজে নেমে পড়ুন। পৃথিবীকে দেখিয়ে দিন আপনার প্রতিভা। জানিয়ে দিন বিশ্বকে বাংলাদেশও আর পিছিয়ে নেই।

No comments: