Tuesday, August 12, 2008

গুগল এডসেন্স ব্যাবহার করে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ডলার আয়

আপনি জানেন কি, গুগল এডসেন্স ব্যাবহার করে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ডলার আয় করতে পারবেন। এটি অবিশ্বাষ্য হলেও সত্যি। এটি শুরু করতে আপনার কি করতে হবে?

১. আপনার একটি ওয়েব সাইট/পোর্টল থাকতে হবে

২. ডোমেইন নেইম এবং হোষ্টিং।

৩. একটি গুগল এডসেন্স একাউন্ট যা সম্পূর্ণ ফ্রি (গুগল এডসেন্স একা্উন্টের জন্য এখানে ক্লিক করুন।) গুগল আপনাকে কেন পয়সা দিবে? আপনার পোর্টাল/ওয়েব সাইটে গুগল নিয়মিত বিজ্ঞাপন দিবে এবং তার বিনিময়ে গুগল আপনাকে পয়সা দিবে। আপনার পোর্টল/ওয়েব সাইটে যত বেশী মানুষ ভিজিট করবে তত বেশী আপনার আয় হবে।